Wellcome to National Portal
Main Comtent Skiped

List of services

সেবার তালিকা

ক্রমিকনং

সেবারনাম

 ১

ক)      সরকারি/বেসরকারী সংস্থার নিরাপত্তার জন্য সশস্ত্র/নিরস্ত্র অংগীভুত আনসার মোতায়েন।

বিভিন্ন প্রকার পেশাভিত্তিক  ও কারিগরি প্রশিক্ষণ প্রদানঃ

ক)      ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ

খ)      ফ্রিজ ও এয়ারকন্ডিশনার মেরামত প্রশিক্ষণ

গ)      সেলাই ও ফ্যাশন ডিজাইন

ঘ)      সোয়েটার নেটিং

ঙ)      ওভেন মেশিন অপারেটিং

চ)       মোবাইল ফোনসেট মেরামত

ছ)      মোটর ড্রাইভিং প্রশিক্ষণ

জ)      অটোমেকানিক্স প্রশিক্ষণ

ঝ)      রেফ্রিজারেটর এ্যান্ড এয়ার কন্ডিশনিং (উইথএয়ারডাকসার্ভিসিং) প্রশিক্ষণ

ঞ)     ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ

ট)       মোবাইল ফোন সার্ভিসিং

ঠ)       প্লাম্বিং এন্ড পাইপ ফিটিং প্রশিক্ষণ

ড)      ওয়েল্ডিং ৪জি প্রশিক্ষণ

ঢ)       ম্যাশনারি অ্যান্ড রড বাইন্ডিং প্রশিক্ষণ

ণ)       কনস্ট্রাকশন পেইন্টিং প্রশিক্ষণ

ত)      টাইলস সেটিং প্রশিক্ষণ

ক)      ৭০দিন মেয়াদী ৪টি ধাপে কম্পিউটার প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা)

          প্রতি ধাপে প্রশিক্ষণার্থী ৩০জন

খ)      গ্রাম ভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা)

গ)      জেলাভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা)

ঙ)      সাধারনআনসারমৌলিকপ্রশিক্ষণ

চ)       প্রত্যয়নপত্র ইস্যু

ছ)      মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্যদের চাকুরী এবং চাকুরী সংক্রামত্ম তথ্য প্রাপ্তি।

জ)      তৃণমূল পর্যায়ের ভিডিপি সদস্যদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন ক্রীড়া দলে অন্তর্ভূক্তি।

১। সরকার নির্ধারিত বিভিন্ন জননিরাপত্তা মূলক কাজে অংগীভুত আনসারদের সক্রিয় অংশগ্রহণ।

২। নির্বাচন, দূর্গাপূজা, মহাসড়ক রক্ষা, শপিং মল, বানিজ্য মেলাসহ অন্যান্য অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব পালন।

৩। দূর্যোগ মোকাবেলা এবং দূর্যোগ পরবর্তী উদ্ধার ও পুনঃর্বাসন কাজে সক্রিয় অংশগ্রহণ।

৪। মোবাইল কোর্ট পরিচালনায় জেলা  প্রশাসনের সাথে অংশগ্রহণ।

৫। আইন-শৃংখলা রক্ষায় স্থানীয় প্রশাসনের চাহিদা অনুযায়ী দায়িত্ব পালন। 

 

ছবি

 

সংযুক্তি

 

Share with :